Saturday, 01 August, 2015 6:34:55 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
জীবনসঙ্গী হিসেবে তারা জুটি গড়েছেন অনেক আগেই। বলছি বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির’র কথা। বিয়ের পর থেকে খবর ও আলোচনায় এসেছেন বহুবার। সেই আলোচনায় আবার নতুন করে যোগ হয়েছে সাবিক ও শিশির তোলপাড় করা একটি রোমান্টিক বিজ্ঞাপন।
টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের পণ্যদূত হয়ে অনেক আগ থেকেই কাজ করছেন সাকিব। আর এবার দর্শকদের চমক দিতে সাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তারই স্ত্রী শিশির।
সাকিব ও শিশির’র রোমান্টিকধর্মী এই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তা ব্যাপক আলোড়ন তুলেছে।
https://youtu.be/igmtd7Z4qVo
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur