চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ধোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জনসাধারণের একমাত্র আশ্রয়স্থল ও টামটা দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মো. জামাল আহমেদ।
গত ৪ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত পত্রে হাজী মো. জামাল আহমেদকে সভাপতি মনোনীত করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেন।
তিনি বিদ্যালয়ের সভাপতি ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সেবামূলক কাজ করে যাচ্ছেন।
হাজী জামাল আহমেদ নতুন দায়িত্ব যেন ন্যায় নিষ্ঠা ভাবে পরিচালনা করতে পারেন সে জন্য তিনি এলাকার সর্বস্তরের লোকজনের সহযোগিতা কামনা করেছেন। সে সাথে তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur