চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও করোনায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের আবদুর রশিদ দেওয়ান (৪৬) কয়েকদিন ধরে করোনা ভাইরাস লক্ষণে ভুগছিল।
৯ জুলাই শুক্রবার সকালে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়। করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর পজিটিভ ধরা পরে। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন মৃত্যর বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই সময়টাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরেই বাড়ছে করোনায় আক্রান্তে হার ও রোগীর সংখ্যা।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur