চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। ৯ জুলাই শুক্রবার সকালে উপজেলার দারাশাহী তুলপাই গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়ির সিরাজুল ইসলামের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার ভোর রাতে সিরাজুল ইসলামের বসত ঘরে কে বা কাহারা শত্রুতাবশত আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে সিরাজের পরিবারের সদস্যদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘরে থাকা খাট, আলমিরা, সুকেশ, হাড়ি-পাতিল, হাস ও মুরগিসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম বলেন, আমার ঘরের পূর্ব পাশে চুলা, চুলা থেকে আগুন না ধরে ঘরের পশ্চিম পাশে আগুন লেগেছিল। আমার ঘরে বিদ্যুতের সংযোগও ছিল না। নিশ্চয়ই আমার সাথে শত্রুতামী করে আমাকে এত বড় ক্ষতি করেছে। আমি যে ভাত খাব তার জন্য একটি প্লেটও নেই, তাও পুড়ে গেছে।
এদিকে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur