চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামী আটক করা হয়েছে।
৮ জুলাই বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শ্রীকালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত সন্দিগ্ধ মামলার আসামী সাইফুল ইসলাম(৩২), এসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারিকেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় সন্দিগ্ধ আসামী মোঃ ফরিদ পাটওয়ারী (৫০), এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাঁসা এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর পরোয়ানাভুক্ত আসামী আকলিমা আক্তার (২০), এএসআই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দেইচর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর পরোয়ানাভুক্ত আসামী মোঃ খোরশেদ (৩৫), এসআই আনোয়ার হোসেন উপজেলার পৌর এলাকার টি.এন.টি মোড়ের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় রাকিব হোসেন(২৩), মেহেদী হাসান(২০) এবং এএসআই মোঃ শফিক মিয়া পৌর এলাকার কেরোয়া ব্রীজ সংলগ্ন থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় টিপু পাটওয়ারী(২৬), রাকিব পাটওয়ারী(২১)ও হৃদয়(১৯)কে আটক করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ আসমিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ৮ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur