Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন
লকডাউনে

মতলব উত্তরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার সকাল থেকে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রথম সাতদিনের কঠোর লকডাউনের বিধিনিষেধ মানার পর দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেও ৮জুলাই কঠোরভাবে কাজ করেছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী৷

স্বাস্থবিধি মানাতে বৃহস্পতিবার দুপুরে ছেংগারচর বাজার বহুমুখী বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন৷

৮ জুলাই বৃহস্পতিবার থেকে কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ ও সেনাবাহীনির ক্যাপটিন ফয়সালের নেতৃত্বে সেনাবাহীনির একটি দল উপস্থিত ছিলেন৷

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা মতলব উত্তরে সক্ষম হয়েছি ৷ আমরা সর্বদা মাঠে ছিলাম এবং আছি। কোভিড-১৯ প্রতিরোধে আগামী ১ সপ্তাহে সবাইকে বিধিনিষেধ মানতে হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে ৷ আমি আশা করি সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে লকডাউন মানবেন। এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, সরকারের পক্ষ অসহায় মানুষের মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়াও কেউ যদি মনে করেন খাদ্য সহায়তা লাগবে, সেক্ষেত্রে ৩৩৩ নাম্বারে কল করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই করে খাদ্য সহায়তা করা হবে।

নিজস্ব প্রতিবেদক