চলমান কঠোর লকডাউনে চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া গরীব-অসহায় মানুষদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দিচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন।
মতলব উত্তর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার ১১ বেদে সম্প্রদায় পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার।
৭ জুলাই বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রীজ সংলগ্ন বাংলা বাজার এলাকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ১১ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সামগ্রী) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি তৈল,১ কেজি পেঁয়াজ ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, দেশব্যাপি চলছে কঠোর লকডাউন। কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন অনেকেই। সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায়ও করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাবে ঘর বন্দিবেদে সম্প্রদায়,দুঃস্থ ও অসহায় মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। সরকারের বিধিনিষেধ মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্যই আমাদের এই খাদ্য সহায়তা। যতদিন আপনারা কর্মহীন অবস্থায় থাকবেন, ততদিন আমরা প্রধানমন্ত্রীর উপহার নিয়ে আপনাদের পাশে থাকব।
তিনি আরো বলেন,এই অদৃশ্য ভাইরাস থেকে আমরা সবাই যাতে সুরক্ষিত থাকতে পারি সে জন্য সরকার ‘কঠোর লকডাউন’ বিধিনিষেধ দিয়েছে। এই অবস্থায় আমাদেরকে মাস্ক পড়তে এবং স্বাস্থবিধি মেনে চলতে হবে।
নিজস্ব প্রতিবেদক