রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ৭ জুলাই বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে ২৪২ কি.মি উত্তরে ভারতের লাখিপুরে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানায়, লাখিপুর শহরের সাত কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।
এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা ব্যুরো চীফ, ৭ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur