হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও অন্তঃসত্ত্বা মেয়ের উপর অতর্কিত হামলা হয়েছে বলে অভিযোগ উঠে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলাকারীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
অভিযোগের আলোকে জানা যায়,গত ২ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা গ্রামের মিজি বাড়ীর ইউসুফের স্ত্রী শিল্পী বেগম (৩৫) ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে খাদিজা বেগম (২১) আঘাত পাপ্ত হয়।
একই বাড়ির দুলাল মিয়া ও তার ছেলে সোহেল এবং শাহাদাত হোসেন মিলে মা মেয়ের ওপর হামলা চালায়।
প্রথমে সোহেল শিল্পী বেগমের ঘরের সামনে গিয়ে একটি তুচ্ছ ঘটনা নিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। তার পরেও মান সন্মানের ভয়ে আচরনের পতিবাদ না করে ঘরে ফিরে যাইতে চাইলে তারা বাবা ছেলেরা মিলে শিল্পী বেগমের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে বাঁশের লাটি, রড ও এস এস পাইব নিয়া এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে। তাদের মাইরে মহিলা ডাক চিৎকার শুরু করলে ঘর থেকে অন্তঃসত্ত্বা মেয়ে মাকে প্রতিপক্ষের হাত থেকে বাচাঁতে গিয়ে নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
মা মেয়ে দুইজনের যখম গুরুত্বর দেখে বাড়ীর লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখান থেকে চিকিৎসা নেওয়া অবস্থায় শিল্পী বেগম নিজে বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ ঘটনাস্থল প্রাথমিক তদন্ত করে।
এ খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন প্রশাসনের কাছে কেন নালিশ করেছে জানতে চেয়ে আবার ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের পক্ষে গ্রামের জনৈক এক ব্যক্তি ঘটনা মিমাংসার পথে হাটছেন বলে জানান।
আঘাতপ্রাপ্ত শিল্পী বেগম বলেন,আমার মেয়েসহ দুই নারীর বিচার প্রশাননের কাছে চাই।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur