স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে সোমবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আবুল বাসার বলেন, “টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এই বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করেছি। বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। বয়সসীমা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে।”
এ দিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার জানা যায়, এ পর্যন্ত দেশের ১ কোটি ১ লাখ ৯৩ হাজার ২১২ জন করোনা টিকার আওতায় এসেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭৮ হাজার ৭৪৮ জন। আর ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ২ হাজার ৭৪২ জন। এ ছাড়া শিগগিরই দেওয়া হবে মডার্নার টিকা।
ঢাকা চীফ ব্যুরো, ০৫ জুলাই, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur