সিরিয়ার ইদলিবে দেশটির সরকারি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শনিবার ভারী কামান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিব। এ সময় জাবাল আল-জাভিয়া এলাকার বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়।
রুশ সমর্থিত আসাদ বাহিনীর এ হামলায় ইবলিন গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। এছাড়া দুই শিশু বালিয়ুন গ্রামের এবং আরেক শিশু বালশুয়ান গ্রামের।
গোলা হামলায় আরও ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। গত মার্চে ইদলিবে আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর হামলায় একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।
আন্তর্জাতিক ডেস্ক,৪ জুলাাই ২০২১