দেশের এক লাখেরও বেশি আবাসিক শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা গ্রহণের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জুলাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন(ইউজিসি)। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এ শিক্ষার্থীরা যেন দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারে সেজন্য ইতোমধ্যে অনুমোদনও দিয়েছে সরকার।
ইউজিসি জানিয়েছে, তালিকারভুক্ত শিক্ষার্থীরা এখন সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd)-এ যেয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
জানা যায়, আবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে আগেই প্রেরণ করা হয়েছিল।
প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২২০টি আবাসিক ছাত্রাবাস বা হলে বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মুহাম্মদ জামিনুর রহমানের মতে, বৃহস্পতিবার পর্যন্ত ডাটাবেসে তালিকাভুক্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৮৯৬ জন।
জামিনুর আরও বলেন, তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বার্তা কক্ষ ,২ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur