বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা রবিবার (২৪ জুলাই) বিকেলে সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক এভিপি ও সাচার শাখা প্রধান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক এভিপি ও দাউদকান্দি শাখা প্রধান মোঃ মহিব উল্যাহ ভূঁইয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রাজীব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আমিন তালুকদার, ইসলামী ব্যাংক কুমিল্লা জোনাল অফিসের সিনিয়র অফিসার মোঃ মোশাররফ হোসাইন। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাশেদা বেগম।
এ সময় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাহকের মাঝে ১২শ গাছের চারা বিনামূল্যে বিতরন করা হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]