চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। ৩০ জুন বুধবার বিকেলে পৌরসভার আয়োজনে পৌরসভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
এসময় ২০২১-২২ অর্থ বছরের আয়-ব্যয় তুলে ধরেন এতে সার সংক্ষেপ তুলে ধরা হয়। রাজস্ব হিসাব বিভিন্ন খাতে আয় ৪০ কোটি, ৪৪ লাখ, ২৫ হাজার টাকা। বিভিন্ন খাতে ব্যয় ৪০ কোটি,৫ লাখ ১০ হাজার টাকা। উদ্বৃত্ত ৩৯ লাখ ১৫ হাজার টাকা।
বাজেট ঘোষণা কল্পে আলোচনা সভায় পৌর মেয়র হাজী আব্দুল লতিফ পৌরবাসীর থেকে পৌরসভার উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ মিজানুর রহমান মোল্লা, কাজী আব্দুল কুদ্দুছ রানা, মকবুল আহমেদ,মোঃ শাহাব উদ্দিন আলম, প্রহল্লাদ চন্দ্র দে, তুষার চৌধুরী রাসেল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আজাদ হোসেন, মোঃ জয়নাল আবেদীন মোল্লা, মোঃ আবুল কাশেম, মোঃ শাহনেওয়াজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া আক্তার, রাবেয়া বসরী বকুল, জাহানারা আক্তার পুতুল, শাহানা সুলতানা পান্না, এসময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন খান, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ন সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান সবুজ, প্রচার ও সহ-অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি প্রতিনিধি, ৩০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur