চাঁদপুরের ফরিদগঞ্জে সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার ভাঙচুর করা হয়েছে।
৩০ জুন বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও পুলিশ ফোর্সসহ ফরিদগঞ্জ বাজারে দোকান তিনটি দোকান খোলা রাখায় দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা এবং উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নরে কালির বাজার, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের গোয়ালভাওর বাজারে লকডাউর অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।
একই দিনে উপজেলার পূর্ব লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই স্থানে দুইটি ড্রেজার বিনষ্ট করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় তিনটি দোকানিকে জরিমানা ও অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার ধ্বংস করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,৩০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur