চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৮:৩৫ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার
প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়। মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর ক্ষেত্রেও কি তাই হয়েছে! ইদানীং তার ফেসবুক স্ট্যাটাস কবিতা হয়ে উঠছে। এমন মন্তব্য করেছেন হ্যাপীরই এক ভক্ত।
ফেসবুকে বৃহস্পতিবার কবিতার মতো করে একটি স্ট্যাটাস লিখেন- ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার এই তারকা। এরপর রাইমুনা হক নামের একজন মন্তব্যে লিখেন- ‘সুন্দর কবিতা, আসলেই আপনি অনেক ভাল লিখতে পারেন।’ অপূর্বা কাজী লিখেন- ‘ওয়াও আপ্পি, ভালই তো লিখছ।’
এবার পড়ে নিন হ্যাপীর প্রেমের কবিতা—
তুমি বলো ভুলতে তোমায়
সে কি ভোলা যায়?
কলিজার সাথে বাধা তুমি
ছাড়ার উপায় নাই!
তুমি থাকো তোমার সাথে
আমিও থাকি তোমার সাথে,
জানি দেখতে পাও না
বুঝতেও পারো না!
তবুও তোমার পুরোটা জুড়ে শুধুই আমি
আর যে কেউ না।
এ প্রসঙ্গে হ্যাপী বৃহস্পতিবার বলেন, ‘আমি তো স্ট্যাটাস লিখেছি। কবিতা লিখতে পারি না। প্রতিদিনই তো স্ট্যাটাস লিখি। এই স্ট্যাটাসটিকে কেউ কেউ দুঃসাহসিক কবিতা বলছেন। কবিতা হয়েছে কিনা জানি না।’
সম্প্রতি এ তারকা পারফর্ম করেছেন শাকিব-পরী মনি অভিনীত ‘ধূমকেতু’ চলচ্চিত্রের আইটেম গানে। মাস কয়েক একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এ ছাড়া শিগগিরই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন হ্যাপী।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur