করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুরে মোবাইল কোর্টে ১০ মামলায় ১০ জনকে ৪১০০ টাকা জরিমানা করা হয়েছে।
২৮ জুন সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি, বিপনীবাগ, পালের বাজার এবং মোলহেড এলাকায়৷ মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
একইসাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি আদেশ প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন এবং চাঁদপুর ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট,২৮ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur