চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুন শনিবার বিকেলে সভায় চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের সভাপতি হাফিজুর রহমানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চিশতীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো.আজিম উদ্দিন ।
চাঁসক বাংলা বিভাগের প্রয়াত শিক্ষক অধ্যাপক ইসহাক মিয়া, অধ্যাপক মনোহর আলী, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক আনোয়ারুল করীম ও প্রভাষক ফৌজিয়া রুমির স্বরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছাইদুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি রহিম বাদশা, পরিষদের সহ-সভাপতি মালেকা পারভিন মায়া, কমিটির সদস্য ওমর ফারুক, মো. তাজুল ইসলাম, জয়নাল আবেদিন, আফরোজা সুলতানা, জেসমিনা জেসি, রোকেয়া বেগম মিলি, রাশেদুল হক, মিজানুর রহমান, সদস্য শাহমুব জুয়েল, সাহিত্য সম্পাদক ফরিদ হাসান, মো: মুজ্জাম্মিল হোসাইন প্রমুখ।
পরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. তাজুল ইসলামকে সভাপতি ও পীরজাদা মাহফুজ উল্যাহ ইউসূফীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur