চাঁদপুরের ফরিদগঞ্জে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করা আ: মোতালেব গনি(২৬) নামে এক দিনমজুর লাশ উদ্ধার করেছে। সে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে সলেমান রাঢ়ীর ছেলে।
২৬ জুন শনিবার দুপুরে আ: মোতালেব গনি নামে তিন সন্তানের জনক স্ত্রীর সাথে ঝগড়া করে অভিমানে বিষপান করে। পরে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আ: মোতালেবের বোন জান্নাতুল ফেরদৌস জানান, চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মেয়ে জেসমিন বেগমকে ৫ বছর পূর্বে বিয়ে করে তার ভাই। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।
শনিবার স্ত্রী জেসমিন বেগমের সাথে তাদের বাড়িতে ঝগড়া করে বাড়ি ফিরে এসে অভিমান করে চির্কা গ্রামের নিজ ঘরে বিষপান করে তার ভাই।
পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার বিকালে লাশ উদ্ধার করে । পরে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৬ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur