নিজ ইউনিয়নের নানামুখী উন্নয়নের পাশাপাশি এবার পাশ্ববর্তী অন্য ইউনিয়নের জনগুরুত্বপূর্ন স্থানে মুসলামনদের নামাজের পবিত্র স্থান করে দিলেন আলোচিত ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ।
তিনি নিজ অর্থায়নে সম্প্রতি কচুয়া উপজেলার পালাখাল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীতে নামাজের স্থান পাকাকরণ করে দেন।
জানা গেছে, পালাখাল বাসস্ট্যান্ড এলাকায় নামাজের কোনো স্থান না পাওয়ায় যাত্রী ছাউনীতে নামাজের ব্যবস্থা করা হয়। ওই স্থানটি পরিত্যক্ত হওয়ায় পরিস্কার ও পরিচ্ছন্ন করে টাইলস স্থাপন করা হয়।
নামাজের স্থান করে দেয়ায় বাসস্ট্যান্ড এলাকাবাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur