করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুরে মোবাইল কোর্টে ১০ মামলায় ১০ জনকে ১৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
২৪ জুন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি, হকার্স মার্কেট, হাকিমপ্লাজা এলাকাসহ বিভিন্ন যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পাড়ায় ১০টি মামলায় ১০ জনের কাছ থেকে ১৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
একইসাথে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি,২৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur