চাঁদপুরের ফরিদগঞ্জ পৃথক পৃথক এলাকায় পনিতে ডুবে দুই শিশুর মৃত্যু।
২৩ জুন বুধবার সকালে পৌর এলাকার রুদ্রগাঁও তালুকদার বাড়িতে খেলতে গিয়ে জসিম তালুকদারের ছেলে সিয়াম(৯) পুকুরে পড়ে মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, বিদেশ পেরত জসিম তালুকাদরের ২ ছেলে ১ মেয়ের মধ্যে সিয়াম মেজ সন্তান। সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায় সিয়াম, অনেক খোঁজাখুজি পর না পেয়ে বাড়ির লোকজন পুকুরে নেমে খোঁজ করলে সিয়ামকে পানিতে ডুবা অবস্থায় পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
এদিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখালে গ্রামের কাজী বাড়িতে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায় মিম(৫) ও আলআমিন(৩) নামে ভাই-বোন। তবে ভাই আলামিন বেঁচে গেলেও বোন মিমের করুণ মৃত্যু হয়। নিহত মিম ইমাম হোসেন কাজীর মেয়ে।
স্থানীয়রা জানান,বুধবার সকাল বেলায় শিশু দুটি বাবা-মায়ের আগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা ভাই বোনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ২২ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur