চাঁদপুর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ বিভাগআয়োজিত ও শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক বাস্তবায়িত চাঁদপুর সদরের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ক শিক্ষকের দু”দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে ।
চাঁদপুর পৌরসভাধীন লেডী প্রতিমা মিত্র বালিকা বিদ্যালযয়ে আজ সকাল ৫ টা থেকে ১ টা প্রথম ব্যাচ এবং বিকেল দুটো থেকে পাঁচটা পর্যন্ত দ্বিতীয় ব্যাচ শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত দুদিনের কর্মশালা চাঁদপুর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কামাল উদ্দিন আহমেদ ও একাডেমিক সুপারভাইজার সুমন কুমার কর্মশালা সংক্রান্ত বিষয়ে সার্বিক পর্যালোচনা ও কর্মপন্থা, শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড প্রদানে শিক্ষার্থীদের তত্য সংগ্রহ কর্মশালায় বক্তব্য রাখেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন এবং প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস ।
এতে ১৫টি সদরের মাধ্যমিক স্কুলের ১৫ জন প্রধানশিক্ষক ও ১৫ জন আইসিটিতে দক্ষ এমন শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে ।
আবদুল গনি , ২৩ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur