দীর্ঘ কয়েক বছর প্রবাসে কাটানোর পর দেশে ফিরে নিজ গ্রামে গরুর খামার গড়ে তুলে সফল হতে চান কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের মো.গিয়াস উদ্দিন পাটোয়ারী।
তিনি ৮ মাস আগে বিদেশ থেকে ফিরে তিনি মোহাম্মদ এগ্রো নামে একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। এই খামারে বর্তমানে ৫টি ষাঁড়, ও ৫টি গাভীসহ মোট ১৫টি গরু রয়েছে। ৫টি গাভী দিনে প্রায় ২০ লিটার দুধ দিয়ে থাকে।
খামার ঘুরে দেখা গেছে, গরু দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক তিন জন লোক কাজ করছেন। গরুগুলোকে রাখা হয়েছে উন্নতমানের সেটে। রয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থাও। গো খাদ্যের পর্যাপ্ত জোগান নিশ্চিত করার জন্য বর্তমানে তিনি ৫টি জমিতে তিন জাতের ঘাষ চাষ করেছেন। ঘাষের পাশাপাশি খৈল,রাবসহ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করণে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন।
স্থানীয়রা জানান, গিয়াসউদ্দিন পাটোয়ারী একজন আদর্শ খামারি। তার খামারে উন্নত জাতের ঘাস চাষের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সে খামারটি পরিচালনা করে। আশা করি আসছে কোরবানির হাটে সে গরু বিক্রি করে লাভবান হবে।
খামারি মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী চাঁদপুর টাইমসকে বলেন, প্রবাস থেকে এসে আমি খামারের কাজ শুরু করি। এখানে মোট ১৫টি গরু রয়েছে। আমি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। আসছে কোরবানির হাটে আমি গরুগুলো বিক্রি করে সাফল্য অর্জন করতে চাই।
এদিকে খামারি মো. গিয়াসউদ্দিন পাটোয়ারীকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কোন ধরনের সহযোগিতা করেনি বলেও তিনি জানান।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২২ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur