Home / চাঁদপুর / চাঁদপুরে আনসার বাহিনীর বৃক্ষরোপন
tree

চাঁদপুরে আনসার বাহিনীর বৃক্ষরোপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আনসার কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় চাঁদপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’-এ মন্ত্রে উজ্জিবিত হয়ে আনাসার বাহিনীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্দ্যেগে গাছের চারা বিতরণ করা হয়। ’

জেলার সব উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ২হাজার ৭শ’৩০টি গাছের চারা বিতরণ করা হয়। এরমধ্যে পেয়ারা,জাম,কাঁঠাল, আমলকি,হর্তকি,অর্জুনসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেসপন্ডেন্ট , ২২ জুন ২০২১