হঠাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার।
২২ জুন সকাল থেকে ৩০ জুন পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে ঢাকা।
মঙ্গলবার ২২ জুন সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,চাঁদপুরসহ কোনো গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়নি।
সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে,টার্মিনালে লঞ্চ নোঙর করে আছে। টিকিট কাউন্টারগুলো বন্ধ,প্রবেশ গেটও তালাবদ্ধ। এছাড়া ঘাট শ্রমিকদের টার্মিনাল এলাকায় দেখা যায়নি।
সদরঘাট টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান,পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়বে না।
বার্তা কক্ষ, জুন ২২, ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur