দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি দেখতে শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর পুরানবাজার হরিসভা ও বড়স্টেশন মোলহেড পরিদর্শনে যান চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ।
এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল সাংবাদিকদের বলেন, ‘নদী এখনও শান্ত বলে মনে হয়। পরিস্থিতি অনুকূলে আছে। তারপরও সার্বক্ষণিক নদী এলাকা মনিটরিংয়ে রাখতে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ সকল বিভাগ প্রস্তুত রয়েছে।’
এদিকে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে আরেক নির্দেশনায় দুর্যোগপূর্ণ সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে মাইকিং করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া মৎস্য বিভাগকে মাছ ধরার নৌকা ও জেলেদেরকে নিরাপদ অবস্থানে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ৬ নভেম্বর ২০১৬, রোবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur