খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।
এর মধ্যে চারজন খুলনার করোনা হাসপাতালে এবং বাকি চারজন বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।
এর আগে রোববার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৮ জনের।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান।
তারা জানান, খুলনার করোনা হাসপাতালে চারজন এবং বাকি চারজন বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২০ জন।
সোমবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬১ জন চিকিৎসাধীন।
অনলাইন ডেস্ক,২১ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur