চাঁদপুরের হাইমচর উপজেলার হতদরিদ্র ও দুস্থ নারীদের মাঝে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন (সুমন) অসহায়দের মাঝে এ সেলাই মেশিন তুলে দেন।
২০ জুন রোববার বিকাল ৩টায় উপজেলা সদর আলগী বাজার চাঁদপুর জেলা পরিষদের বাস্তবায়নে এস এম আল মামুন সুমন এর সার্বিক তত্বাবধানে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পারভেজ হাওলাদার, শাহ জাহান, মমিন দালাল, মহিলা মেম্বার আঞ্জুমান আরা লায়লা ভানু, লিপি বেগম, নাজমা রহমান প্রমূখ।
উপস্থিত সকলের উদ্দেশ্য এস এম আল মামুন সুমন বলেন- আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে নারীকে শতভাগ কর্মমুখী করতে হবে। এর মধ্য দিয়েই দারিদ্র্য ও বেকারমুক্ত হবে দেশ। বাস্তবায়ন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ। সেই লক্ষ্যেকে সামনে রেখে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে চাঁদপুর জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।
প্রতিবেদকঃমোঃ ইসমাইল,২০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur