Home / খেলাধুলা / আন্তর্জাতিক ফুটবলে যারা সর্বোচ্চ গোলদাতা
ফুটবলে

আন্তর্জাতিক ফুটবলে যারা সর্বোচ্চ গোলদাতা

ইউরো চ্যাম্পিয়সশিপে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও জার্মানি। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারলে আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

পর্তুগালের হয়ে ১৭৬ ম্যাচ খেলা রোনালদোর গোলসংখ্যা ১০৬টি। ১৪৯ ম্যাচে ১০৯ গোল নিয়ে এই তালিকা শীর্ষে রয়েছেন ইরানের সাবেক ফুটবলার আলী দাই। তিনি ১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরানের জার্সিতে খেলেছেন।

আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় তিন নম্বরে রয়েছেন মালয়েশিয়া ফুটবলার মুখতার দাহারি। ১৯৭২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত খেলা এই ফুটবলার মালয়েশিয়ার পক্ষে ১৪২ ম্যাচে ৮৯টি গোল করেছিলেন।

হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাস রয়েছেন চার নম্বরে। হাঙ্গেরির হয়ে মাত্র ৮৫ ম্যাচে ৮৪টি গোল করেছিলেন তিনি। ১৯৫০ এর দশকে আলো ছড়িয়েছিলেন পুসকাস।

আর্ন্তজাতিক ফুটবলে গোল সংখ্যায় পাঁচ নম্বরে রয়েছেন জাম্বিয়ার সাবেক ফুটবলার গডফ্রে চিতালু। ১০৮ ম্যাচে ৭৯ গোল করেছিলেন তিনি। দেশের হয়ে ১৩৭ ম্যাচে ৭৮ গোল দিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ইরাকের হোসেইন সাঈদ।

আন্তজার্তিক ডেস্ক, ১৯ জুন, ২০২১;