Home / সারাদেশ / কুমিল্লা পুলিশ লাইন উবির একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
পুলিশ লাইন

কুমিল্লা পুলিশ লাইন উবির একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

১৬ জুন বুধবার দুপুরে একাডেমিক এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম (বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলী ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন। 

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণসহ উপস্থিত ছিলেন।

৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৮ কক্ষ বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার পিছনে সরকারের উন্নয়ন ব্যয়কে স্বাগত জানাই। এই ভবন নির্মানের ফলে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ক্লাস করতে পারবে এবং পাঠে মনোযোগী হবে। সুতরাং শিক্ষার্থীদেরও সুু-নাগরিক হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল,১৬ জুন ২০২১