জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে অর্থায়ন বাড়াবে বিশ্বের ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭। রবিবার (১৩ জুন) এ বিষয়ে জি-৭ এর নেতারা প্রতিশ্রুতি দেবেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে জাতিসংঘে এক বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশগুলো। যেসব দেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড় এবং খরায় ভূগছে তাদের এ অর্থায়ন পাওয়ার কথা। কিন্তু এই লক্ষ্য পূরণ হয়নি।
জি-৭ নেতারা কার্বন নিঃসরণ কমানোর জন্য পদক্ষেপ নেবেন বলেও আশা করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানী শক্তি খাতের জন্য প্রায় সমস্ত সরকারী সহায়তার অবসান এবং পেট্রোল ও ডিজেল গাড়ি পর্যায়ক্রমে কমিয়ে আনার ঘোষণা আসতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক ,১৩ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur