চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আজ রবিবার ১৩ জুন দেশে আসছে। টিকা আনতে বিমান বাহিনীর দুটি বিমান শনিবার ১২ জুন রাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানগুলোতে এসব টিকা আনার কথা রয়েছে।
আজ বিকাল ৫টা নাগাদ টিকা পরিবহনকারী বিশেষ বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কুর্মিটোলায় এয়ারফোর্সের বঙ্গবন্ধু বেজ’-এ নামবে টিকা পরিবহনকারী বিমানবাহিনীর বিমানটি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে ১৩ জুন টিকা আসার বিষয়টি জানিয়েছিলেন। গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। আজ যে ৬ লাখ ডোজ আসার কথা রয়েছে,এগুলোও সিনোফার্মের টিকা।
বার্তা কক্ষ , ১৩ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur