চট্টগ্রাম অফিস : আপডেট: ০২:৩৯ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০১৫, মঙ্গলবার
চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ মোছাম্মত দিলুয়ারা বেগম দিলু (৩৫) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জেলার চান্দগাঁও জালালিয়া আবাসিক এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।
আটক দিলুয়ারা বেগম দিলু পটিয়া সদরের মো. মুছার স্ত্রী।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. সোহেল মাহমুদ জানান, জালালিয়া বালুর ঢাল এলাকার বিছমিল্লাহ ম্যানশনের একটি ফ্ল্যাট থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক দিলুয়ারা বেগম দিলু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। দুপুরের মধ্যে তাকে জেলা হাজতে পাঠানো হবে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur