বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার কমিটি অবশেষে বিলুপ্ত করা হলো। তিন মাসের আহবায়ক কমিটির বিলুপ্ত ঘটলো ১৬ বছরের মাথায়।
১১ জুন শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি এই বিলুপ্তির ঘোষণা দেয়।

২০০৫ সালে এসএম জয়নাল আবেদীনকে আহবায়ক করে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি দেয়া হয়। এই আহবায়ক কমিটি নিয়ে চাঁদপুরে আওয়ামী রাজনীতিতে নানা ঘটনা ঘটেছে। তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার ব্যক্তিগত অফিসে এবং তার ওপর হমলার ঘটনা ঘটে।
এ ঘটনায় তখনকার সময়ের ছাত্রলীগের বেশ কজন নেতা বহিষ্কারও হন।
আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের দাবি হচ্ছে ছাত্রলীগের পরীক্ষিত নেতাদের দিয়ে যেনো চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেয়া হয়।
স্টাফ করেসপন্ডেট,১১ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur