হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ফকির বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক থেকে নগদ ১৬ লাখ টাকা ডাকাতির খবর পাওয়া যায়।
১০ জুন বৃহস্পতিবার সকালে ব্যাংক খোলার পর দেখতে পায় অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা। এ সময় ওপরে দেখা যায় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভাঙা। প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকলেও ক্যাশের ভিতরে থাকা ১৬ লাখ টাকা ডাকাতি হয়েছে।
বিষয়টি দেখে ব্যাংকের পরিবেশক জাহিদ আনোয়ার তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসোন ও গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গণি পাটোওয়ারী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংক এশিয়ার ব্রাঞ্চ ম্যানেজার আ.রহমান বলেন,‘৯ জুন বুধবার রাতে যে কোনো সময় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভেঙ্গে এক দল ডাকাত ভেতরে ডুকে ১৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় সিসি ক্যামরা ডাকাতদল খুলে রেখে যায়। যে কারণে তাদের সংখ্যা ও চেহারা চিনা সম্ভব হয়নি। ডাকাতির ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।’
জহিরুল ইসলাম জয়,১০ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur