চাঁদপুরের ফরিদগঞ্জে পৌরসভার ভাটিয়ালপুর এলাকার গাজী বাড়ির তাসলিমা নামের দশম শ্রেণীর শিক্ষাথী অভিমান করে আত্মহত্যা করেছে।
৭ জুন সোমবার সন্ধ্যার পরপরই তাদের নতুন করা একটা ছোট ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রাতেই পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে।
৮জুন মঙ্গলবার দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠান।
পরিবারের দাবি,ছোট ভাতিজা তাসলিমার বইয়ের পাতা ছিড়ে ফেলে। এতে তাসলিমা ক্ষিপ্ত হয়ে ভাতিজাকে মারে। নাতিকে মারার কারণে বাবা সুরুজ আলী ছোট মেয়ে তাসলিমাকে বকা দেয়। এতে মেয়ে অভিমান কওে ফাঁস দেয়।
তবে এলাকায় গুঞ্জন রয়েছে একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। তাদের ধারণা প্রেমিকের সাথে অভিমান করেও ফাঁস দিতে পারে। এদিকে তাসলিমার রহস্যজনক মৃত্যুতে এলাকায় কানাঘোষা চলছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গত রাতে অপমৃত্যুর ঘটনা শুনে লাশটি থানায় নিয়ে আসি, পরদিন চাঁদপুর মর্গে পাঠিয়ে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করি।
প্রতিবেদকঃশিমুল হাছান,৮ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur