হাজীগঞ্জে অবস্থিত বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পৌরসভাধীন বলাখাল বাজার। এখানে প্রায় ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
বাজারের আশপাশ জুড়ে কয়েক শতাধিক প্রবাসী ও আবাসিক এলাকা থাকলেও নেই কোনো ব্যাংক। ফলে প্রতিনিহিত ভোগান্তি পোহাতে হয় এ এইলাকাসহ আশ-পাশের গ্রামের প্রায় অধ্য লক্ষাধিক স্থায়ী বাসিন্ধাদের । তাদের দীর্ঘদিনের দাবী সরকারি কিংবা বে-সরকারি অন্তত একটি ব্যাংকের শাখা বলাখাল বাজারে স্থাপন হোক।
এ বিষয়ে বলাখাল বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সাংসদ মেজর অব.রফিকুল ইসলামের সহযোগিতা চেয়ে লিখিত আবেদনও করা হয়েছে। এ বাজারে ব্যাংক আসলে,সার্বিক সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেছেন,বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ জানান, বলাখাল বাজারে প্রায় ৬শ ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে । প্রায় অর্ধলাখ লোকের বসবাস উক্ত বাজারসহ আশ-পাশের এলাকায়। যার মধ্যে কয়েক শতাধিক প্রবাসী। কিন্তু নেই কোন ব্যাংক। যার ফলে বাজারের ব্যবসায়ীসহ এসব এলাকার লোকজনকে লেনদেনের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়।
বাজারের ব্যবসায়ী মাসুদ, নাছির উদ্দিন ও হাবিবউল্ল্যাহ বলেন,পৌরসভার পুরাতন বাজার হিসাবে বলাখাল বাজারের বেশ খ্যাতি রয়েছে। কিন্তু সেই হিসাবে সুযোগ সুবিদা থেকে বঞ্চিত জনসাধারণ। আমাদের বাজারে এখন যে কোন একটি ব্যাংকের শাখা খুব প্রয়োজন।
বলাখাল বাজারের ব্যাবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াজী বলেন, এ বাজারে ব্যাংক হলে ব্যাংক লাভবান হবে। বলাখালের ডাকঘর প্রতিদিন কয়েক লাখ টাকা লেনদেন করে। ডাকঘরের হিসেবে ব্যাংকে আরো বেশি লেনদেন হবে।
এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে উল্লেখ করে পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন বলেন, বাজারের সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে,আমি ব্যাংক এশিয়ার দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলেছি। ইতিমধ্যে তা বাস্তবায়নের পথে রয়েছে।
জহিরুল ইসলাম জয় , ৭ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur