চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের সর্দার বাড়িতে ৯ বছরের এক শিশু ধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি শাহীন সর্দারকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
৫ জুন শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ১৬ মে দুপুর ১টার দিকে শিশুটি পুকুরে গোসল করতে যাওয়ার সময় শাহীন সরদার তার মুখ চেপে ধরে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি পরে ঘটনাটি তার মাকে জানায়। গত ৩০ মে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (৯/১ ধারায়) মামলা দায়ের করেন শিশুটির মা। এ মামলায় শাহীননজ তিনজনকে আসামি করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মহিউদ্দিন জানান, মামলার মূল আসামি শাহীনকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি অপর দুই আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কচুয়া প্রতিনিধি,৭ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur