চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় (অনুর্ধ্ব- ১৭ বালক ও বালিকা ) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে মনোমুগ্ধকর দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে চাঁদপুর সদর উপজেলার বালক দলকে ১০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।ফরিদগঞ্জ উপজেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার মোস্তফা কালাম।
দ্বিতীয় খেলায় (বালিকা) ট্রাইব্রেকারে চাঁদপুর পৌরসভা বালিকা দল ৫-৪ গোলে চাঁদপুর সদর উপজেলা দলকে পরাজিত করে। এর আগে তাদের গোলশূন্য খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার অর্জন করে বালক তলের মোস্তফা কামাল এবং বালিকা দলের মিম আক্তার।

সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম, পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় সমাপনি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়ে মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটোয়ারি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামের প্রমুখ।
সবশেষে বিজয়ী, রানারআপ এবং সেরা খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur