চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ঢালীকান্দি গ্রামে ৬টি বাড়িতে রাতের আঁধারে ঘরের পিড়া খুঁড়ে গর্ত করে লক্ষাধিক টাকার মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
২ জুন বুধবার দিনগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরদল মোবাইল, চাল, নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গ্রামের লোকজন ঘরে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে চোর ঘরের পিড়া খুঁড়ে গর্ত করে ভিতরে ঢুকে। এভাবে একই গ্রামের ৬টি ঘরে ঢুকে চোরা চুরি করে।
সংঘবদ্ধ চোরদল ঢালীকান্দি গ্রামে জয়নাল প্রধান, হাসান ঢালী, জয়নাল হাজারী, হযরত আলী, আহসান উল্ল্যা ও রানু বেগমের চুরি করে।
এ সময় চোরদল মোবাইল, চাল, নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয় মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur