চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুর রব (৫০) কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
১ জুন বুধবার বেলা সাড়ে ১২ টায় ওই উপজেলার সন্তোষপুর গ্রামের ছাড়াবাগান নামের একটি বাগানে এ ঘটনাটি ঘটে।
শিশুটি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবার জানান, ওই শিশুটি বাবা পরিত্যাক্তা। তার মায়ের ডির্ভোসের পর দেড় বছর বয়স থেকে সে তার নানার বাড়িতে থাকতো।
ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে শিশুটি খালার বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের আব্দুর রব (৫০) তাকে জোর করে মিজি বাড়ি এবং চকিদার বাড়ির পেছনে ছাড়াবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা চালায়।
ওই বৃদ্ধ তার পোষাক খুলে তার সাথে খারাপ কাজ করার সময় একজন বৃদ্ধ তাকে দেখে ফেললে অভিযুক্ত আব্দুর রব সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশ ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমার এরকম একটি ঘটনার খবর পেয়ে অভিযুক্ত বৃদ্ধকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। ঘটনা যাচাই বাচাই এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,৩ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur