চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা এবং পুলিশ সুপারের সাথে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি সাক্ষরিত হয়েছে।
৩ জুন বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার,গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়।
এছাড়াও তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সুপারের সাথে অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
সভায় চাঁদপুর জেলার সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃআশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur