ভারী বর্ষণে রাজধানী ঢাকায় আগমনী বার্তা দিয়েছে বর্ষা মৌসুম। মঙ্গলবার সকাল ৬টার পর থেকে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা।
এদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
থেমে থেমে বৃষ্টি হচ্ছিল সকাল ৯টার পরও। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ।
বিশেষ করে অল্প বৃষ্টিতেই ঢাকার যেসব এলাকায় পানি উঠে, সেসব এলাকায় রীতিমতো প্লাবনের সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও ইঞ্জিনে বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে গাড়ি।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া অবস্থা সম্পর্কে সোমবার সন্ধ্যায় বলেছে, এই সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজারের টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
তবে জুনের প্রথম দিন সকালে রাজধানীতে যেভাবে দীর্ঘ সময় মুষলধারে বৃষ্টি হয়েছে, তাকে বর্ষার আগমনী ধরে নেওয়া যায়। আর ‘সকালই দিবসের প্রতিচ্ছবি’- এই প্রবাদ যদি লেগে যায়, তবে এই বর্ষায় বড় দুর্ভোগ অপেক্ষা করছে রাজধানীবাসীর জন্য।
ঢাকা চীফ ব্যুরো, ০১ জুন, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur