চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারের গাউছিয়া এলাকায় বুধবার সকালে কাভার্ডভ্যানের চাপায় মো. কামরুল ইসলাম (২২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত কামরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী এসএম মিরাজ মুন্সী জানান, নিহত কামরুল ইসলাম একজন রাজমিস্ত্রি। সাইকেলযোগে সকালে কর্মস্থলে যাওয়ার পথে চাঁদপুরগামী কাভার্ডভ্যানের পেছনের চাকায় চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব আলম তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইউছুফ জানান, নয় মাস আগে তার ভাই বিয়ে করেছেন। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
হাজীগঞ্জ করেসপন্ডেন্ট || আপডেট: ০৪:৪৮ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur