বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সদর উপজেলা প্রশাসন এবং সদর উপজেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে সোমবার বিকেল সাড়ে ৪টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নকে ৫-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণপুর ইউনিয়ন।
এদিন খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
হানারচর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশারেফ হোসেন, সদর সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের সচিব মো. আলমগীর হোসেন।খেলা পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুম, ওয়াহিদুল ইসলাম লাভু, নূরে আলম নয়ন ও ইমরান হোসেন রানা।
এদিকে ১ জুন সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হবে। ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ডা.দীপু মনি এমপি।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৩১ মে ২০২১