চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গাছতলা ব্রিজের উপর থেকে এক নারী ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়েছে। তার বয়স আনুমানিক ৪০ এর উপর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে নদীতে ঝাঁপ দিয়েছে তা এখনও জানা যায় বলে জানায় পুলিশ।
৩১ মে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গাছতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার খবর শুনে চাঁদপুর মডেল থানার এস আই মোঃ শাহজাহান ঘটনাস্থলে ছুটে যান এবং অজ্ঞান অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান।
নদী থেকে উদ্ধার করা হ্নদয় ও রহিম জানায়, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম। তখন একজন মহিলাকে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে ঐ মহিলা ব্রিজের উপর থেকে লাফিয়ে নদীতে পড়েন। পরে আমরা সাথে সাথে ব্রিজের নিচে গিয়ে তাকে উদ্ধার করি।
এস আই মোঃ শাহজাহান জানান, বর্তমানে ঐ নারী অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ হবে। তবে কি কারণে তিনি ব্রিজ থেকে লাফ দিয়েছেন তা এখনো জানা যায় নি।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৩১ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur