চাঁদপুর শহরের পুরানবাজারে ট্রাক ড্রাইভারের মোবাইল চুরির সময় চিহ্নিত চোর ফজল হাওলাদার (হজলা চোরা) (১৮) কে হাতেনাতে আটক করেছে পুলিশ।
২৯ মে শনিবার দিবাগত রাত ৩টায় পুরানবাজার রয়েজ রোড এলাকার মধুসূদন স্কুলের সামনে থেকে তাকে আটক করেন পুরানবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মুরশিদ।
পুলিশ সূত্রে জানা যায়, পুরানবাজার রয়েজ রোড এলাকার মধুসূদন স্কুলের সামনে ধানের গাড়ি রেখে ঘুমাচ্ছিলো ট্রাক ড্রাইভার। রাত ৩ টায় ট্রাক ড্রাইভারকে ঘুমাতে দেখে ট্রাকের দরজা খুলে মোবাইল নিতে গেল ট্রাক ড্রাইভার তাকে ধরে ফেলে। এসময় ট্রাক ড্রাইভারের ডাক চিৎকারে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করে।
জানা যায়, হজলা চোরা পুরানবাজারের চিহ্নিত ছিচকে চোর। তার অত্যাচারে ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকার মানুষ চুরির আতংকে নির্ঘুম রাত কাটায়।তার বিরুদ্ধে পুরানবাজার পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ রয়েছে। আটক হজলা চোরাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মডেল থানা সূত্রে জানা গেছে।
স্টাফ করেসপন্ডেট,৩০ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur