চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী কলেজের শিক্ষক মো. নুরুল বাতেনের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ মে শনিবার সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের একটি ভাড়া বাড়িতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার ও তার সহকর্মীদের বক্তব্য বাতেন আত্মহত্যা করেছেন। তিনি জিলানী চিশতী কলেজের সমাজকল্যান বিভাগের প্রভাষক ছিলেন।
কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি দু:খজনক ও মর্মান্তিক। প্রভাষক বাতেন অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। কি কারণে তিনি আত্নহত্যার পথ বেছে নিলেন তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তার একটি পা অপারেশন করা হয়। সেখান থেকে তিনি পা নিয়ে দুশ্চিন্তা করতেন। পরে সকালে খবর পাই তিনি নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জিলানী চিশতী কলেজের এক শিক্ষক গলায় ফাঁস দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আমাদের অবগত করে। নিহতের পরিবার জানায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৯ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur