চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি গ্রাম থেকে জাকির মোল্লা (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশ এসআই মোঃ লোকমান হোসেন ও এএসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি গ্রামের মৃত আলী মোল্লা ছেলে জাকির মোল্লার ঘরের খাটের নিচ থেকে ১৬৮ পিছ বেলজিয়াম বিয়ার ক্যান ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আটককৃত আসামির বসত বাড়ির খাটের নিচ থেকে ১৬৮ পিস বেলজিয়াম বিয়ার ক্যান ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি জাকির মোল্লাকে আটক করা হয়।
পরে আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,২৮ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur